এখন থেকে প্রিন্ট কপির পাশাপাশি অনলাইনে ই-ম্যাগাজিন আকারে প্রকাশিত হবে নাটোর জেলার সর্বাধিক প্রচারিত সাহিত্য ম্যাগাজিন ইয়ে পত্রিকা-নামে নয়, লেখায় পরিচয়। তবে এক্ষেত্রে পাঠককে অপেক্ষা করতে হবে প্রায় দেড় মাস। অর্থাৎ ইয়ে পত্রিকা এর প্রিন্ট কপি প্রকাশের প্রায় দেড়মাস পড় সেই কপিটি অনলাইনে পড়তে পারবে পাঠকরা। আজ সকালে ইয়ে পত্রিকা এর ব্যবস্থাপনা সম্পাদক জনাব ফেরদৌস হাসান এ তথ্য নিশ্চিত করেন এবং পরবর্তী সংখ্যা থেকেই ইয়ে পত্রিকা এর ওয়েবসাইটে ইয়ে পত্রিকা এর ই-ম্যাগাজিন পাওয়া যাবে বলেও জানান তিনি।
22010cookie-checkঅনলাইনে পড়া যাবে ইয়ে পত্রিকা