কথা বলার সংখ্যায় গভীরতা বাড়লে
সরে সরে আসে সব রঙপাখিরা।
ছোটো ঘাসে ফুল হবার আগে হাত ছুঁয়ে করা
ভোরের প্রার্থনা সব সাবেকি গন্ধে মিশে আসে।
ছায়ারা পরতে ভুলে গেছে।
সংজ্ঞাহীন পরিযায়ী পাখি ভেঙে যেতে যেতে,
পথ দেখালে চোখের সামনে সে পথ এগিয়ে নেয়?
নাকি অপেক্ষা করে একটা মৃত্যু?
কথা বলা ফুরিয়ে এলে কথা অনেক হয়;
গালিচাপাতা সন্ধেগুলো উত্তাপ নিভিয়ে ঘুমিয়ে এলে
আমাদের ঘর একইরকম পরিচয়হীন-
এক পৃথিবী মেঘে সীমাবদ্ধ এক দৃষ্টি।
——————————
রচনায়: মৌমিতা মিত্র, ভারত।
238800cookie-checkএকটা ঘরের খোঁজে