এস.এম.এস এর মাধ্যমে এবার ইয়ে পত্রিকা এর যে কোন আপডেট পাঠানো হবে পাঠকের ফোনে। যে কোন প্রমোশনাল বা লেটেস্ট নোটিশ এখন থেকে সরাসরি মোবাইল ফোনে এস.এম.এস এর মাধ্যমে পাঠিয়ে দেয়া হবে পাঠকের মোবাইল ফোন নাম্বারে। এস.এম.এস এর জন্য এরই মধ্যে প্রায় 7000 ফোন নাম্বার কালেক্ট করা হয়েছে বলেও জানিয়েছের বার্তা সম্পাদক আদিনা মেহজাবিন। বিভিন্ন সময়ে যারা ইয়ে পত্রিকা এর হেল্পলাইন বা বিভিন্ন ইভেন্ট অংশ নিয়েছিলৈন মূলত তাদেরকে টার্গেট করেই এস.এম.এস পাঠানো হবে বলেও জানান তিনি। উল্লেখ্য যে,নাটোর জেলার সর্বাধিক প্রচারিত সাহিত্য ম্যাগাজিন ইয়ে পত্রিকা নামে নয়- লেখায় পরিচয় এর শুভযাত্রা শুরু হয় ২০১২ সালের জানুয়ারী মাসের ৭ তারিখে। পথচলার প্রথম বছরেই নাটোরের অগনিত পাঠক হৃদয়ে জায়গা করে নিতে সক্ষম হয় ম্যাগাজিনটি। ত্রৈমাসিক সাহিত্য ম্যাগাজিন হিসেবে নাটোরে পা রাখলেও মাত্র ছয় মাস পরেই সম্পূর্ণ দ্বিমাসিক ম্যাগাজিনে রূপায়িত হয় নাটোরের এই সুপার ফানি রম্য ম্যাগাজিনটি । অসহায় ও দরিদ্র ছাত্র ছাত্রীদের পাশে দাঁড়ানো সহ বিভিন্ন জনহিতকর কাজে অংশ নিয়ে এবং মজার মজার কিছু লেখা পাঠকসমাজকে উপহার দিয়ে বতর্মানে নাটোর জেলার তুঙ্গস্পর্শী জনপ্রিয়তায় অধিষ্ঠিত হয় ইয়ে পত্রিকা। আকাশচুম্বী জনপ্রিয়তায় অধিষ্ঠিত নাটোরের এই সুপার ম্যাগাজিনটির কতৃপক্ষ তাদের এই অবিশ্বাস্য জনপ্রিয়তার জন্য নাটোর বাসীর কাছে অনেক অনেক কৃতজ্ঞ।
এস.এম.এস এর মাধ্যমে এবার ইয়ে পত্রিকা এর যে কোন আপডেট পাঠানো হবে পাঠকের ফোনে
200800cookie-checkএস.এম.এস এর মাধ্যমে এবার ইয়ে পত্রিকা এর যে কোন আপডেট পাঠানো হবে পাঠকের ফোনে