আমি নয় দূর্বল, নয় পাথরের মতো সবল
আমি তো আমার মাতৃভূমির সম্বল
আমি নয় খর্ব, না করি কখনো নিজের গর্ব
আমি যে দূর্ভিক্ষের চেয়ে তীব্র
ক্ষণে ক্ষণে হয়ে যাই পথ হারা নদীর মতো বিনম্র।
আমি দেখেছি অলিতে-গলিতে প্রজন্মের হাহাকার
দিন শেষে হয়নি প্রতিবাদের সুষ্ঠ বিচার
সুরে সুর মিলিয়ে সুশীল সমাজ চেয়েছিল বিচার
মাস পেরোতেই ব্যস্ত সবাই কর্ম নিয়ে যে যার।
আমি দেখেছি ডাস্টবিনে ক্ষুধার্ত পথিকের লাশ
দেখেছি উচ্চবিত্তরা করেছে গন্ধে হাস-ফাস
আরও দেখেছি ক্ষুধার্তরা করেছে কড়া রোদ্দুরে প্রতিবাদ
তবুও উচ্চবিত্তরা করেনি স্বার্থের বিন্দুমাত্র হ্রাস।
ক্ষুধার্ত কবির ধমনীতে ছিল রক্তের হাহাকার
পাকস্থলী ছিল ক্ষুধায় আধার
কবি তো চেয়েছিল ভাগ্য দেখিবে ঐ বাকা চাদে
দু-মুঠো আহারে নেভাবে মগজের জ্বালা
পারেনি নেভাতে সেই ক্ষুধার জ্বালা
মাথায় ঘোর নিয়ে উপভোগ করেছে প্রজন্মের লালা।
219000cookie-checkক্ষুধার জ্বালা