নির্মল বাতাসে মৃত্যুর আহাজারি
পাড়ার দুষ্টু বালকের দেখ কত বারাবাড়ি।
তাদের নেই কোন শঙ্কা
দেশে বেড়ে যাচ্ছে মৃত্যুর আশঙ্কা।
রাত নাই দিন নাই করে শুধু ঘুরোঘুরি
তাদের জন্য আজ দেশে মহামারী।
শিক্ষার অভাবে আজ করে ভিক্ষা
এদের কে দিবে, কবে স্বশিক্ষা?
মৃত্যুর মিছিলে নাই কোন মশাল
এই অশিক্ষিত জাতির কে ধরবে হাল?
তারা তো আজও আছে এই রাস্তায় বহাল
তাদের জীবন বাচাতে সরকার তালমাটাল।
218600cookie-checkনির্বোধ