পাতা অভিসার

হাওয়া চুমু খায়,
তাই কেঁপে ওঠে পাতা ;
দুপুরের খর রোদে
বিষণ্ন পাতার নাভি থেকে
উঠে আসে আর্তশ্বাস,
হাওয়া দূর থেকে দেখে।
শাখাকে শয্যা করে
যখন নেমে আসে ঘুম,
তখন সেজে ওঠে রাত ;
অভিসারী চাঁদ দূর থেকে দ্যাখে —
ঘুমন্ত পাতার কপালে
বাতাস রেখেছে প্রেমের হাত,
নিশ্চিন্ত নিদ্রায়
পাতা পাশ ফিরে শোয়,
কোনও এক স্বপ্ন দেখবার আবেশে
হাসি স্মিত হয়ে জেগে ওঠে
পাতার ঠোঁটে,
বাতাস দেখে যায় ….
দেখে দেখে তার আশ মেটে না ;
চাঁদ হাসে …
তারপর যতি টানে অভিসারে।
——————————
রচনায়: গোবিন্দ মোদক, কৃষ্ণনগর, নদীয়া, পশ্চিমবঙ্গ, ভারত।

23080cookie-checkপাতা অভিসার