ভুল হলে মন বলে………তুমি আছো প্রভু
একা ফেলে চলে গেলে……ক্ষমা চাই তবু ।
ছেড়ে দিয়ে ভালো নিয়ে..আগে যাব চলে
ঠিক যেতে সুখ পেতে……..পথ দিও বলে ।
পাপ হয় লাগে ভয়……..কি যে হবে পরে
কাঁদে মন কাটে ক্ষণ……..সারা দিন ধরে ।
ভাবি তাই সুখ নাই………..দিন যায় দুখে
চিন্তাগুলো জমে ধুলো…ভরে থাকে বুকে ।
পায়ে ধরি গড় করি…..মোরে ক্ষমা করো
মুছে কালো রেখে ভালো..হাত দুটো ধরো ।
ভালোবাসি তাই আসি….হৃদে আশা ভরে
পদ চুমি প্রভু তুমি………যেও নাতো সরে ।
ক্ষমা পেলে শান্তি মেলে….কিছু নাহি চাই
থেকো সাথে দিনে রাতে….ভুলে যদি যাই ।
সব শেষে আমি হেসে…..যেন যেতে পারি
ভালোবেসো কাছে এসো…যদি কভু হারি ।
জ্ঞানী কয় সেই রয়……আসো যদি ফিরে
মেনে নিলে ছেড়ে দিলে….পাপ পথ ধীরে ।
ক্ষমা চাও গান গাও…….যাতে মন জাগে
ভুল হবে এই ভবে……….তবু চলো আগে ।
——————————
রচনায়: রতন বসাক, উত্তর ২৪ পরগণা, পশ্চিমবঙ্গ, ভারত।
231200cookie-checkপাশে থেকো প্রভু