বিশেষ কারণে এবছর ঈদে ইয়ে পত্রিকা কোন রকম অনুষ্ঠান আয়োজন করবে না। নির্ধারিত সময়ের ২ মাস পরে আয়োজিত হবে এবারের সেরা লেখক প্রতিযোগিতা ২০১৯। রি-ইউনিয়ন এস.এস.সি ২০১১ এ বছর আয়োজনের কথা থাকলেও বিশেষ কারণে তা স্থগিত ঘোষণা করেছেন ইয়ে পত্রিকা এর ব্যবস্থাপনা সম্পাদক। আজ সকালে ইয়ে পত্রিকা-নামে নয়, লেখায় পরিচয় এর সম্পাদনা পরিষদের আলোচনা শেষে বার্তা সম্পাদক আদিনা মেহজাবিন রুম্পা এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, অভ্যন্তরীন কিছু সমস্যার জন্য প্রতি বছরের মত এ বছর ঈদ-উল আযহা কে কেন্দ্র করে আয়োজিত হবেনা উত্তরবঙ্গের সর্ববৃহৎ সাহিত্য আয়োজন সেরা লেখক প্রতিযোগিতা কিংবা রি-ইউনিয়ন এস.এস.সি ২০১১ । তবে পাঠক, শুভাকাঙ্খি এবং প্রতিযোগিদের উদ্বিগ্ন হওয়ার কোন কারন নাই। ঈদ-উল-আযহা এর প্রায় ২ মাস পরেই আয়োজিত হবে এবারের সেরা লেখক প্রতিযোগিতা ২০১৯। রি-ইউনিয়ন এস.এস.সি ২০১১ এর ব্যাপারে পরে জানানো হবে বলেও জানান বার্তা সম্পাদক আদিনা মেহজাবিন রুম্পা।
বিশেষ কারণে এবছর ঈদে ইয়ে পত্রিকা কোন রকম অনুষ্ঠান আয়োজন করবে না।-বার্তা সম্পাদক আদিনা রুম্পা
25000cookie-checkবিশেষ কারণে এবছর ঈদে ইয়ে পত্রিকা কোন রকম অনুষ্ঠান আয়োজন করবে না।-বার্তা সম্পাদক আদিনা রুম্পা