মনের কথা

মনোবীণা উঠলো যদি বেজে
আলো কেন থাকে আঁধার সেজে
মনের কোণে ছড়িয়ে আলোর রাশি
হাসিমুখে লাগো আপন কাজে।
আমি নাহয় পথ ভোলা কোন জন
আমার জন্য এসব থাকুক পড়ে
আমি চলি স্রোতে ভাসা তরী
আমায় নাহয় তুললেনা হাত ধরে।
আমার কথা এমনি ভেসে যাবে
যেদিকে আর কেউ না ছুটে যায়
কেউ যেখানে আতর নিয়ে হাতে
অপেক্ষা আর কেউ করে না হায়।
আমার কথা শুনুক প্রভাত আলো
আমার কথা শুনুক পাখির দল
আমি যে এক পথ ভোলা কোন জন
আমার জন্য নেই কিছু সম্বল।

——————————
রচনায়: গোবিন্দ মন্ডল, চন্দননগর, হুগলী, ভারত।

23800cookie-checkমনের কথা