উত্তরবঙ্গের জনপ্রিয় সাহিত্য ম্যাগাজিন ইয়ে পত্রিকা- নামে নয়,লেখায় পরিচয় এর সকল সদস্য এবং পাঠকসমাজের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ইয়ে পত্রিকা এর প্রতিটি সংখ্যায় এখন থেকে নাটোরের এস.এস.সি ২০১১ ব্যাচের উদ্দ্যোক্তারা সম্পূর্ণ বিনামূল্যে তাদের ব্যবসা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে পারবেন। এই শর্ত ইয়ে পত্রিকা থেকে পরিচালিত সংবাদপত্র “দৈনিক ন্যায়ের আলো“ এর জন্যও প্রযোজ্য। বিজ্ঞাপন দিতে ব্যক্তিগতভাবে ইয়ে পত্রিকা এর ৪ জন সম্পাদকের যে কোন একজনের সাথে যোগাযোগ করে আপনার বিজ্ঞাপন দিতে পারবেন।
বিজ্ঞাপন দেয়ার নিয়ম:
১। বিজ্ঞাপনের ডিজাইনটি পি.এস.ডি (ফটোশপ), অথবা ইলাস্ট্রেটর অথবা জেপিজি বা ছবি আকারে যে কোন সম্পাদকের কাছে ই-মেইল বা ফেসবুক অথবা হোয়াটস অ্যাপের মাধ্যমে পাঠাতে হবে। সাদাকালো বা কালার উভয় রকম বিজ্ঞাপন জমা দেয়া যাবে।
২। বিজ্ঞাপনের মাপ হবে (সাড়ে ৫ ইঞ্চি বাই সাড়ে ৭ ইঞ্চি)।
৩। অবশ্যই আপনার ব্যবসা প্রতিষ্ঠানের হেল্পডেক্স নাম্বার, এবং আপনি এস.এস.সি ২০১১ ব্যাচের কোন স্কুলের ছাত্র/ছাত্রী ছিলেন তা জানাবেন।
৪। বিজ্ঞাপনটি প্রকাশিত হলে ইয়ে পত্রিকাকে ধন্যবাদ জানিয়ে আপনার প্রকাশিত বিজ্ঞাপনের ছবিটি আপনার ফেসবুক টাইমলাইনে পোস্ট করতে হবে।
৫। বিজ্ঞাপনটি প্রকাশিত হলে আপনাকে তিন কপি ইয়ে পত্রিকা ফ্রি দেয়া হবে।
সকলকে অনেক ধন্যবাদ।
ইয়ে পত্রিকা আপনার পত্রিকা। নিয়মিত লিখুন, পড়ুন, অংশ নিন।
—————————————————
ফেরদৌস হাসান
ব্যবস্থাপনা সম্পাদক,
বি.বি.এ, এম.বি.এ (জাতীয় বিশ্ববিদ্যালয়)