সুরভিত এবং সুস্বাদু ফরাসি হাসি

বুক আর উপত্যকায় বিলাসবহুল নদীও আজ জলহীন এবং কূলহীন তরঙ্গ ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে।

পথের ধার দিয়ে নিশ্চুপ হেঁটে চলেছে মুখপোড়া ছায়া; ফাটা গোড়ালি, অথচ
আমার কাছে যা ছিল, তাই আছে সুরভিত এবং সুস্বাদু ফরাসি হাসি হয়ে———

সন্ধ্যে বরাবর উলু আর অপেক্ষার আলস্যে একাকী হয়ে নিচে নামছে প্রবঞ্চনা।
নিচে অনেক মন রাখার কথা গোবেচারা দাঁড়িয়ে , অন্যের সাথে নঞর্থক ভাগকরণের কপিরাইট করছে আর
সৌন্দর্যে সেই একটি গজ দাঁত, ফেব্রুয়ারি হয়ে কোমরে হলুদ সাপট দ্যায়_____

এসব সত্ত্বেও আমাকে ঠুকরে খাচ্ছে এই অবেলার মেঘনাদ বিকেল, উচ্ছন্নে যাওয়া ভাতঘুম, আর
ন্যাকামির চলন-বলনে কাব্য বিশ্লেষণ করে চলেছে ট্যাঁড়া চাঁদ____
——————————
রচনায়: অভিজিৎ দাসকর্মকার, বিষ্ণুপুর, বাঁকুড়া, ভারত।

23220cookie-checkসুরভিত এবং সুস্বাদু ফরাসি হাসি