উত্তরবঙ্গের জনপ্রিয় সাহিত্যপত্র ইয়ে পত্রিকা নামে নয় লেখায় পরিচয় এর আগামী ১ বছরের সম্ভাব্য কর্ম পরিকল্পনায় স্থান পাচ্ছে সেরা লেখক প্রতিযোগিতা। আজ সকালে ইয়ে পত্রিকা-নামে নয়, লেখায় পরিচয় এর সম্পাদনা পরিষদের আলোচনা শেষে বার্তা সম্পাদক আদিনা মেহজাবিন রুম্পা এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, অভ্যন্তরীন কিছু সমস্যার জন্য প্রতি বছরের মত এ বছর ২০১৯ এ সেরা লেখক প্রতিযোগিতা আয়োজনের কথা থাকলেও তা আয়োজন করা সম্ভব হয়নি। তবে পাঠক, শুভাকাঙ্খি এবং প্রতিযোগিদের উদ্বিগ্ন হওয়ার কোন কারন নাই। কারণ ২০২০ এর কর্ম পরিকল্পনায় স্থান পাচ্ছে “সেরা লেখক প্রতিযোগিতা”। সম্ভাব্য সময় হিসেবে ২০২০ সালের ২৫-৩১ জুলাই ঘোষণা করা হয়।
54000cookie-check২০২০ এর কর্ম পরিকল্পনায় স্থান পাচ্ছে “সেরা লেখক প্রতিযোগিতা”। সম্ভাব্য সময় ২৫-৩১ জুলাই ঘোষণা।