বিদ্রোহী

গাও গেরামের মেয়ে আমি
মেঠো পথে মোর বাড়ি
হেলে দুলে ঘুরে ফিরি
মানিনা অনিয়ম রীতিনীতি।

অন্যায়, অত্যাচার, জুলুম
করিনাকো বরদাস্ত
প্রতিবাদ করি সদা
পুরুষজাতির অন্যায়ের।

নারীজাতি বলে পুরুষ
করে অবহেলা
মানতে চায় না পুরুষ জাতি
নারী জাতিকে মানুষ বলে।

পান থেকে চুন খসলে
করে নির্যাতন
হত্যা,গুম,মারপিট
করেন পুরুষজাতিগণ।

অবলা অসহায় নারী
করতে পারেনা কোন প্রতিবাদ
মুখ বুঝে সহ্য করে
পুরুষজাতির সকল অত্যাচার।

ধিক্কার জানাই পুরুষজাতিকে
কোন মুখে ছোট কর নারীজাতিকে
পুরুষ বলে করোনা অহংকার
তোমায় গর্ভে ধারণ করেছে কোন এক নারী।

নারী পায়না সম্মান
করেন সর্বদা অবহেলা
পুরুষ লোক ভোগ করেন
এক চেটিয়া চাওয়া পাওয়া।

নারী সাজান সংসার
পুরুষ করেন বিনাশ
মানতে চায়না রীতিনীতি
ভেঙ্গে দেন সংসার।

প্রতিবাদী হলে নারী
হয় বিদ্রোহী
পুরুষজাতি বলে বেড়ান
তাকে দস্যি নারী।

—————————–

রচনায়: আফছানা খানম অথৈ, বাংলাদেশ।

26000cookie-checkবিদ্রোহী