চিলেকোঠার ঘর

বুকের ভিতর জীর্ণ দালানকোঠা
সময়ের ধুলো জমে ঝাপসা চারপাশ
খসে পড়ে অলস কড়িবরগা
নড়বড়ে সিঁড়ি বেয়ে
চিলেকোঠার ঘরটায়
আর পৌঁছানো যায় না

পড়ে থাকে পুতুলের ভাঙা হাতপা
প্রথম প্রেমের চিঠি লুকানো গোলাপ
ঠোঁট কেটে গভীর চুমু শরীর দুপুর
পাসফেল জীবনের বৃথা খতিয়ান
মরচে পড়া ডাকবাক্স মুছে যাওয়া নাম
হারানো ডাকটিকিটে ভুল ঠিকানা…

দরজার আগলটা আঁট করে আঁটা
তালা ফুড়ে গজিয়েছে বটের চারা
ঝুরো ঝুরো কথা ঝরে পড়ে
বটফল কাকের আঁচড়ে
কোথা যেন হারিয়েছে চাবি
চিলেকোঠায় আর ফেরা হয়না কখনো…

——————————
রচনায়: মৌসুমী রায়, ভারত।

24510cookie-checkচিলেকোঠার ঘর