ইচ্ছে করে দূর আকাশে
পাখি হয়ে উড়ি,
ইচ্ছে করে ফুল বাগানে
ভ্রমরা হয়ে ঘুরি।
ইচ্ছে করে তোমার সাথে
লং ডাইভে যাই
ইচ্ছে করে পার্কে বসে
জ্বালমুড়ি খাই।
ইচ্ছে করে গ্রামের পথে
একটুখানি হাটি
খেজুর গুড়ের পায়েস খেতে
পুরো এক বাটি।
ইচ্ছে করে মামার বাড়ি
নোয়াগাঁও যাই
দিদার হাতের মুড়ির নাড়ু
কোথায় বল পাই?
ইচ্ছে করে ফিরে পেতে
হারিয়ে যাওয়া শৈশব
মায়ের আঁচল বাবার আদর
স্কুলের সেই সব গৌরব।
ইচ্ছে করে দিদির সাথে
পাড়ায় ঘুরতে যাই,
ব্যস্ত শহর ব্যস্ত আমরা
পাড়া এখন নাই!
ইচ্ছেরা সব হারিয়ে গেছে
উদাস আমরা সবাই,
পুরনো স্মৃতি পুরনো রীতি
আবার যেন পাই।
——————————
রচনায়: দীপেন নাথশর্ম্মা, ভারত।
246900cookie-checkইচ্ছে করে