ফিরে দেখা

বছর ঘুড়ে আজ সেই দিন,

সেই একই তারিখ,

তবুও কোথাও খুঁজে পেলাম না।

সেই পুরোনো অনুভূতি,

সেই রূপালি মুখ,

সেই ফর্সা রমণীর ছায়া।

শুধু খুঁজে পেলাম,

সেই জায়গাটায় এসে,

পুরোনো দিনের একটা ভাবসা গন্ধ।

মাথার উপরে এখনও,

টানটান হয়ে দাঁড়িয়ে আছে,

সেই বর্ষীয়সী অতঃপর ক্লান্ত,

দু’টি তাল গাছ।

—————————–

রচনায়: আফরিন জাহান সুমি, বাংলাদেশ।

26120cookie-checkফিরে দেখা