ঘন বর্ষা

কালো মেঘে আকাশ ঢাকা
শ্রাবণ মাসের দিন.
হয়ে গেছে যেন রাতি
পথের নেইকো চিন্।

গুড়ুম শব্দে কেঁপে উঠলো
বসুন্ধরার বুক.
সাথে সাথেই ঘন বর্ষা
নিয়ে এলো দুখ।

ভরে গেলো নালা-খালা
নদে এলো বান,
স্থানে স্থানে ভেঁকুলীয়ে
শুরু করলো গান।

জনপদ সব ডুবে গেলো
লোকে পেলো ভয়,
আহার বিনা পশু-পাখি
কেমনে বা রয়?

সবাই যখন চিন্তায় মগ্ন
তখন উঠলো রোদ.
দেখে তারে জগৎবাসী
বলে ওই তো খোদ।

আনন্দে সব নেচে গেয়ে
করে প্রভুর গান.
বলে সবাই এবার হবে
দুঃখের অবসান।

ক্রমে ক্রমে কেটে গেলো
শ্রাবণের সব দিন.
চলে গেলো ঘন বর্ষা
রেখে গেলো চিন্।

—————————–

রচনায়: কমলেন্দু দে, ভারত।

26290cookie-checkঘন বর্ষা