কথা জমানোর ডাকবাক্স

ভালোবাসা শব্দটার প্রতি পুরোপুরি
বিতৃষ্ণা জন্মানোর আগেই
আবারো একটা কথা জমানোর
ডাকবাক্স হিসেবে
খুঁজে পেয়েছি তোমায়..
যেখানে নীরবেই অভিযোগ-আর
অভিমানের চিঠির গুচ্ছ পৌঁছে যায়
তোমার মনের দোরগোড়ায়..
বর্ষার সিক্ততায়,গ্রীষ্মের তপ্ত দুপুরে,
শরৎের রোদ্দুরের স্নিগ্ধতায়
শীতের কুয়াশাভেজা নরম চাদরে..
প্রত্যুত্তরের আশায়,
জবাববিহীন চিঠিগুলো জমতেই থাকে..
ভাগ্যের ফেরে হয়তো ঐ ভাষা
তোমার বোধগম্য হবে
কিংবা,না পড়েই তুমিও
ছিঁড়ে ফেলে দেবে
কোনও অজানা পথের বাঁকে।।

—————————–

রচনায়: দেবস্মিতা ঘোষ, ভারত।

26140cookie-checkকথা জমানোর ডাকবাক্স