দেখা হয়নি বহুদিন ;
দুরন্ত কৈশোরের সাথে —
অবাধ্য দুরন্তপনার সাথে —
রঙ-বেরঙের ঘাসফুলের বাসরে
উড়ন্ত ঘাসফড়িং দের ছলাকলা
প্রজাপতির ডানায় বিধাতার সৃষ্টিসুখ ।
দেখা হয়নি বহুদিন ;
এক আনমনা কিশোরীর মুখ ;
আকাশে উড়ন্ত বলাকায় ডানায়
চঞ্চল সুদূর পিয়াসী মন ।
উন্মুখ অপেক্ষায় রুপকথা আর —
সোনার কাঠির স্পর্শে ! তা-র-প-র …..
দেখা হয়নি বহুদিন ;
এই আমার অচেনা আমিকে
সময়ের ধূসরতার মুখোমুখি
বিবর্ণ এক বনলতা কে !।
——————————
রচনায়: গোপা ব্যানার্জী, ভারত।
244610cookie-checkমুখোমুখি আয়নায় ….