প্রবেশ করলাম আমি
এক ঘন জঙ্গলে,
পাবো কি পথ
এ গভীর অরণ্যের?
লতা, গুল্ম,বট, বৃক্ষ
বনানীর সারি
চতুর্দিকে আচ্ছাদিত
সবুজ সমারোহে।
পাখির কূজন ও ঝিঝির ডাকে,
কান্তারের নিস্তব্ধতা পরেছে বিপাকে
মৌমাছি,প্রজাপতি,ফড়িংয়ের সারি
পাখনার ঝলকে সাজের বাহারি।
সাথীদের হারিয়ে বড়ই বিষন্ন
অরণ্যের মৌনতায় মন হয় ক্ষুন্ন।
মুক্তির লড়াইয়ে নেমেছি পথে
আমি এক বীর সৈনিক,
ভয় করি না কাহাকেও।
—————————–
রচনায়: পুষ্পিকা সমাদ্দার, ভারত।
261600cookie-checkঅরণ্যের পথে