প্রাক্তন

জানি তুই খুব ব্যস্ত আছিস এখন,
প্রায়ই দেখি ফেসবুকে অন আছিস
গভীর রাতে।
আমার চোখ থেকে ঝরে পড়ে বিষণ্ণ রাত——
কুড়িয়ে নিয়ে জমিয়ে রাখি বেঁচে
থাকার কুলুঙ্গিতে ।
যতদিন বেঁচে আছি, সঙ্গী থাকবে ঠিকানা বদলের স্মৃতি, চেনা মুখের
অচেনা হয়ে যাওয়া জলছবি।
ব্যথার হাসনুহানারা ঝরে যায় আঁধারের গন্ধ মেখে,
তুই সব বুঝেও তবু নীরব থাকিস।

আমার ভালোবাসা আমাকে জাগিয়ে রাখে প্রতি রাতে,
স্বপ্ন দেখার অছিলাতে।
নীরবে শুনি ধোঁয়া ওঠা কাক ভোরে,
ঝরে পড়া শিশিরের নিঃশব্দ ক্রন্দন
জানি তুই খুব ব্যস্ত আছিস এখন।

তোর আমার কথার মাঝে পেরিয়ে
গেছে বেশ কয়েকটা বছর।
কিন্তু জানিস এখনও চিনে নিতে পারি
অজস্র ভিড়ের মাঝে,তোর গালের টোল,এলোমেলো চুল আর কপালের
পাশে লেগে থাকা এক ফালি রোদ্দুর ।

ডেনিম ব্লু জিনস আর সাদা শার্ট
এখনও তোর পছন্দের?
আচ্ছা, না গোঁজা শার্টের প্রান্ত আঁকড়ে,
এখনও কি কেউ হাঁটে তোর সাথে,
তোর পাশে ?
সরু ফ্রেমের চশমার আড়ালে
এক জোড়া বুদ্ধিদীপ্ত চোখ
আজও তোলে ঝড়?অন্য কারোর বুকে—–

দেখেছিলাম তোকে সেদিন একঝলক,
রাসবিহারীর ট্রাফিক মোড়ে—
অবিকল এখনও সেই চিরপরিচিত
আমার রিচার্ড গ্যেরে ।

শোন,তোর আর আমার মাঝে
এখন হাজার যোজন দূরত্ব ।
তার মাঝে ধরে যাবে শ্রাবণের
মেঘলা আকাশ,কৃষ্ণচূড়ার ইশারা, ভেজা ট্রামলাইন, চিলেকোঠার দুপুর—–আরও কত কি—–
শুধু ধরবে না অবুঝ মনের না-বুঝ
ভালোবাসা এক মুঠো।
তবুও জানিস ফেলে আসা প্রেমের
কথোপকথন আজও ভেজায়
আমার প্রতিটা রাত, প্রতিটা দিন,
প্রতিটা মুহূর্ত —
জানি তুই খুব ব্যস্ত আছিস এখন ।

যাক ছাড়, যা বলেছি সব মুহুর্তের ভুল——
আসলে জমে ওঠা ধুলোবালি,
ঝাড়তে পারিনি সবটুকু—-রয়ে গেছে
কিছু চিহ্ন আলোবিহীন ।
কি আর হবে? থাক এইটুকু
নীরব থাকুক কিছু ঋণ। #

——————————
রচনায়: ঝুমা পাল, ভারত।

24710cookie-checkপ্রাক্তন