রবীন্দ্রনাথ ঠাকুর

কোথায় নেই তিনি ? কোথায় না পাই তাকে!
সাহিত্যের প্রতি ক্ষেত্রেই যাঁর অবদান আছে ।
জীবনের সকল অন্দরে- কন্দরে পাওয়া যায় যাকে ,
করা যায় একান্তভাবে প্রত্যাশা তাঁকে।
নির্ণয় করা যাবেনা গো তাঁর উচ্চতা !
অসামান্য অসাধারণ, বহুমুখী তাঁর প্রতিভা ।
সকল ক্ষেত্রেই অসামান্য যার অবদান ,
বাংলা সাহিত্যের হচ্ছেন তিনি প্রাণ ।
যার লেখাগুলো পড়ে আমার মন হয় ব্যাকুল ,
তিনি হচ্ছেন আমার প্রিয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর।

—————————–

রচনায়: শ্রুতি কানু, বাংলাদেশ।

26350cookie-checkরবীন্দ্রনাথ ঠাকুর