প্রিয় শীত

শিশিরে ভেজা আস্তিন ,
কুয়াশায় ঝাপসা চশমার ফ্রেম,
আর এক মুঠো শিউলি ফুল নিয়ে
খুঁজতে বেরিয়েছিলাম একটা নতুন সকাল।
বাজারে সবজির দাম দরের হাঁক,
আর ঘামে ভেজা সোয়েটার এর মাঝে
সূর্য‌ও কখন লেপমুড়ি দিয়েছে,
কুয়াশার মাঝে কেউ তা লক্ষ্য করেনি।
ফাঁকা রাস্তা আছে লোকের অপেক্ষায়,
ফাঁকিবাজ সূর্য আছে সকালের অপেক্ষায়,
ঘাসে শিশির বিন্দু আছে আলোর অপেক্ষায়,
আমি আছি একটা নতুন দিনের অপেক্ষায়।
আলসে আধঘুমে শহরটাতে আমি
খুজে পেয়েছি একটা নতুন সকাল। আর,
এক মুঠো রোদ এনেছি খাতায় ভরে,
প্রিয় শীত, শুধু তোমার জন্য।

——————————
রচনায়: ইন্দ্রদীপ দাস, ভারত।

24630cookie-checkপ্রিয় শীত