স্মৃতির আকুলতা

ফাল্গুন যে এসেছিল নব সুরে সুরে
বাতাবি লেবুর শাখে
ফুল ফুটেছিল নব দিগন্তে।।
আমের মুকুল যেথা ফুটেছিল বৃথা
দখীনা সমীরে তার স্মৃতির আকুলতা।।
বসন্তের সাজে রঙিন হয়েছিল এই ধরণী,
ডালা ভরে পুষ্প নিয়েছিল যে মালি।।
রজনীগন্ধার স্নিগ্ধ সুবাসে
বিমহিত এই পৃথিবী।।
তবু কেন অনুভব হয়নি এই মনে
মনেরই কুসুমিত কাননে শুধুই পুষ্প ঝরে
আমি তো দেখেছিলাম এই উত্তাল ফাল্গুনকে,ধরতে চেয়েছিলাম তোমাকে বসন্তের এই নবীন লগ্নে।।
মনের বাম কোণটা ফাঁকা পড়ে আছে
এতো সব মাধুর্যতা তোমার অপেক্ষায়
প্রহর গুনছে।।
আমি তো সেই পথেরই পথিক বটে
যে পথে বসন্ত ছুটে চলে তোমাকে
পাওয়ার আশে।

—————————–

রচনায়: মোঃ ইকরাম সরকার, বাংলাদেশ।

 

26190cookie-checkস্মৃতির আকুলতা