শূণ্য ক্যানভাস

-এক উঠোন ভালোবাসা পেরিয়ে তোমায় ছুঁয়ে আসা রোদ্দুর।
-বেমালুম অস্বীকার মেনে নিয়েছে মন কেমনের অবহেলায় স্বাধীনতার সুখ।
-জীবনের কাছে প্রথম থেকে শেষ তুমি আমার
ভালোবাসায় বেদুইন উপন্যাসের অর্ধেক।
-টুকরো স্মৃতি আর কিছু সময়ের চোরাবালি
আমার কাছে শুধু হিসেবের আঁকিবুঁকি।
-কেবল ই বারণ আর অনিচ্ছার রাত
মেপেছে তোমায় শূণ্য ক্যানভাসে ক্রমান্বয়।
-রং ,তুলি নয় তুমি আমার অনন্ত প্রেম অলিক
বসন্তের দাবিদার।
-এক মুঠো স্বপ্ন গোপনেই সংসার করে আমাদের
চূড়ান্ত ইতিকথা বিকিয়ে।
-থেকে যাবো আমি নিরলস একাকীত্বের শহরে
শুধু আলোর পথ ধরে।
-সময়ের ভিড়ে হারাচ্ছে আমায় ,
হারাচ্ছো একটু একটু করে।
-এক সমুদ্রের ভালোবাসা দিয়ে ও বুঝি
আজ আমি ভীষন জরুরী শর্তে নির্বাক প্রতিনিধি।
-মোহনায় আজ ঋণের সুদ বাড়িয়ে নদী সুদখোর মহাজনী।
-ভোরের কোকিল ফেরারী হয় নরম বিছানায় ডুবে,
-তুমি আমার লেগে থাকা অসুখ শুধু নিছক ই
শরীরের ভাঁজে উষ্ণতার নিরুদ্দেশে।
-শান্ত হয় ঠোঁটের কার্নিশ পাহাড়ি বাঁকে এসে,
-আমি না হয় খুব অলস সময় জীবনের ইতিবৃত্ত চুকিয়ে।।

 

—————————–

রচনায়: শ্রীতমা দেবনাথ, ভারত।

26330cookie-checkশূণ্য ক্যানভাস