স্মৃতি ভরা কল্লোল কোলাহলে
তোমাদের কথাই মনে পড়ে
যুগ জনমের শত প্লাবনে
থাকবে ভালোবাসার সমীরণে||
আমার কবিতায় তোমাদের জানাই
ভালোবাসা স্নিগ্ধ সজীব
নাম জানা অজানা রফিক শফিক
তোমরাই অমর চিরঞ্জীব ||
মাতৃভাষা টিকিয়ে রাখতে
করেছো কত ত্যাগ
তারই প্রাপ্য সম্মান দিতে
পেতে হয় বেগ,
কিসে তোমাদের তুলনা দেই বলো
ফুলে নাকি ফলে?
তোমরা তো মহীয়ান
তোমাদের ঠাই হৃদয় অতলে ||
যত জানাই সম্মান তবুও যেন
হয়ে যায় কম
তোমরা তো মায়ের ই অংশ
তাই তোমাদের তরে ভালোবাসা পাহাড়সম ||
তোমাদের জন্যই সহজ বাঙলায়
কথা কইতে পারি
ইচ্ছে হলেই স্বাধীনগলায়
গলা ছেড়ে গাইতে পারি,
দেশের তরে ভাষার জন্য
উৎসর্গ করলে প্রান|
তাই তোমাদের জানাই শ্রদ্ধার অরণ্য
ভুলবো না কোনোদিন তোমাদের অবদান |
—————————–
রচনায়: আয়েশা আক্তার মীম, বাংলাদেশ।
260278720cookie-checkভুলবো না তোমাদের অবদান